আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনি সময়ের প্রচারণায় বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদের আকৃষ্ট করতে প্রতিশ্রুতি দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও অবকাঠামোর পাশাপাশি দেশের সংস্কৃতি অঙ্গনকে কতটা গুরুত্ব দেওয়া হবে-এটিও এখনই আলোচনার বিষয়।
এই প্রসঙ্গে দেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতী সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি তার স্ট্যাটাসে ভোটার এবং শিল্পী সমাজকে সরাসরি প্রশ্ন করছেন-সংস্কৃতি ও সংগীত ভিত্তিক নির্বাচনী ইশতেহার কি দলগুলো প্রস্তুত রেখেছে কি না।
স্ট্যাটাসে কুদ্দুস বয়াতী লিখেছেন, “নির্বাচন বেশি দেরি না… শিল্পী, সংগীতপ্রেমীরা জানতে চান, আপনার সাংস্কৃতিক ও সংগীত ভিত্তিক ইশতেহার কী?”
লোকসংগীতের প্রতি অবদান ও সামাজিক দায়িত্বের কারণে কুদ্দুস বয়াতীর এই স্ট্যাটাস নিয়ে এরই মধ্যে সামাজিক মাধ্যমে বহুমুখি আলোচনা চলছে। তার এই প্রশ্ন দেশজুড়ে শিল্পী ও সংস্কৃতি সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে। ভোটের আগে সংস্কৃতি অঙ্গনের দাবি ও পরিকল্পনা নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি কি পর্যাপ্ত, সেটাই এখন আলোচনার কেন্দ্রে।