বিচ্ছেদ নিয়ে চলা গুঞ্জনের মধ্যে বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন নববর্ষ উদযাপন শেষে আবার একসঙ্গে মুম্বাই ফিরেছেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন। মুম্বাই বিমানবন্দরে পাপারাজিদের ক্যামেরায় ধরা পড়েছে তিনজনকে একসাথে হাসিখুশি মেজাজে দেখা যাচ্ছে।
নতুন বছরের শুরুতে পরিবারকে নিয়ে শান্তিপূর্ণ ছুটি কাটাতে অভিষেক-ঐশ্বরিয়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন। সেখানে তারা নিরিবিলি সময় কাটান, নববর্ষ উদযাপন করেন এবং মুম্বাই ফিরে আসেন। যদিও সাধারণত পরিবারের এ তিন সদস্যকে একসাথে খুব বেশি দেখা যায় না, এই মুহূর্তে তাদের উপস্থিতি ভক্ত-অনুরাগীদের মনে আনন্দ সৃষ্টি করেছে।
গণমাধ্যমের একটি সূত্র জানাচ্ছে, বিচ্ছেদ সংক্রান্ত গুঞ্জনকে উড়িয়ে দিয়ে অভিষেক-ঐশ্বরিয়া মুম্বাইয়ে একসাথে হাসিখুশি অবস্থায় দেখা গেছে। বচ্চন পরিবারের এই ত্রয়ীর ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা পরিবারের সুখী মুহূর্ত উদযাপন করছে।
অভিষেক-ঐশ্বরিয়া পরিবারকে বরাবরই প্রাধান্য দিয়েছেন। ব্যস্ততার মধ্যেও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়াকে মেয়ের সঙ্গে সময় কাটাতে দেখা যায় নিয়মিত।
উল্লেখযোগ্য, বলিউড সিনেমা ‘ধুম ২’ ও ‘গুরু’–তে একসঙ্গে কাজ করতে গিয়ে তারা ঘনিষ্ঠ হন। দুই পরিবার ও নিজেদের ইচ্ছায় ২০০৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চার বছর পর, ২০১১ সালে জন্ম নেন তাদের কন্যা আরাধ্যা।
নতুন বছরের শুরুতেই পরিবারের সঙ্গে একত্রে হাসিখুশি উপস্থিতি দেখিয়ে তারা আবারও প্রমাণ করেছেন- গুঞ্জনকে ভিত্তিহীন রাখার শক্তি থাকে বাস্তব বন্ধনের মধ্যে।