Image description

পঁচিশ বছর আগে মুক্তি পাওয়া বলিউড নির্মাতা করণ জোহরের জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’এর সিক্যুয়েল আসছে। দীর্ঘ ২৫ বছর পর নির্মাতা করণ জোহর নির্মাণ করছেন এটি। ২০০১ সালে মুক্তি পেয়েছিল করণের ব্লকবাস্টার হিট সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’। এরইমধ্যে তুমুল জনপ্রিয় সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের প্রাথমিক কাজ (প্রি-প্রোডাকশন) শুরু হয়েছে বলে জানা গেছে। বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল এই সিনেমাটি আসার খবরে ইতিমেধ্য বলিপাড়ায় শুরু হয়েছে ব্যাপক জল্পনা। 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগের সিনেমার মতো সিক্যুয়েলটিও হবে পরিবারকেন্দ্রিক গল্পের বা ‘ফ্যামিলি ড্রামা’ ঘরানার। 

জানা গেছে, নির্মাতা করণ জোহর এটিকে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা হিসেবে নির্মাণ করতে চাইছেন। তবে সিনেমার নাম আগেরটিই বহাল থাকবে নাকি পরিবর্তন করা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনও তথ্য মেলেনি। পুরো বিষয়টি নিয়ে নির্মাতা নিজে এখনো সরাসরি কোনও মন্তব্য করেননি। 

সিনেমাটির অভিনয়শিল্পী বা কাস্টিং নিয়ে চলছে জোর আলোচনা। শোনা যাচ্ছে, এবারের গল্পে দুইজন নায়ক ও দুইজন নায়িকা থাকতে পারেন। তবে তারা কারা হবেন, তা নিয়ে এখনও গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। খুব দ্রুতই অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

২০০১ সালে মুক্তি পেয়েছিল করণের ব্লকবাস্টার হিট সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’। প্রেম, পারিবারিক বন্ধন এবং মা-ছেলের আবেগের গল্পে নির্মিত সেই সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুর। আড়াই দশক পর সেই সিনেমার সিক্যুয়েল আসার খবর দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল ও নস্ট্যালজিয়া তৈরি করেছে।