Image description

জীবন কোনো সাজানো উপহারের বাক্স নয়; বরং আনন্দ-বেদনার মোড়কে মোড়ানো এক নিরন্তর যাত্রা। হাসি-কান্নার মুদ্রার এপিঠ-ওপিঠ পেরিয়ে বিদায় নিয়েছে ঘটনাবহুল ২০২৫। নতুন স্বপ্ন আর উদ্যম নিয়ে ২০২৬ সালের পথে পা বাড়িয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন তাদের নতুন বছরের ভাবনা ও সংকল্প। তবে সব ছাপিয়ে চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমির চাওয়াটি নেটিজেনদের নজর কেড়েছে ভিন্ন কারণে।

জনপ্রিয় এই কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকারের নতুন বছরের একমাত্র চাওয়া—কপালের টিপটি ঠিকঠাকমতো পরতে পারা!

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্নিগ্ধ স্থিরচিত্র প্রকাশ করেন সুমি। ক্যাপশনে নিজের এই অদ্ভুত অথচ শৈল্পিক ইচ্ছার কথা জানিয়ে তিনি লেখেন, ‘নতুন বছরে একটাই চাওয়া, কপালের টিপটা যাতে ঠিকঠাক মাঝখানে পরতে পারি। জাদুর শহরে ২০২৬ সালকে স্বাগত।’

সুমির এ পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন প্রিয় শিল্পীকে। সুমির সাধারণ সাজের প্রশংসা করে এক ভক্ত লিখেছেন, ‘মির্জা গালিব আপনাকে দেখলে কবিতা রচনা করত।’

শিজুল ইসলাম নামের আরেক অনুরাগী লিখেছেন, ‘ছোট টিপে তোকে ভালো লাগছে। হ্যাপি নিউ ইয়ার ২০২৬।’ শিল্পীকে পরামর্শ দিয়ে রাফি নামের একজন লিখেছেন, ‘লাল টিপ পইরেন।’

ভক্তদের ভালোবাসার এই মন্তব্যের ভিড়ে উঠে এসেছে সুমির প্রতি তাদের প্রত্যাশার কথাও। আল আমিন নামের এক শ্রোতা আবদার করে লিখেছেন, ‘নতুন বছরে নতুন গান চাই আপু।’