Image description

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান মাস দেড়েক আগে ঘোষণা দিয়েছিলেন, তিনি গান ছাড়ছেন। তারও আগে অভিনয় থেকে সরে দাঁড়ান এই তারকা। বন্ধ করে দিয়েছেন নিজের কোটি-অনুসারী সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্ল্যাটফর্মও।

এর মধ্যে হঠাৎ গুঞ্জন ওঠে—তাহসান নাকি খুব শিগগিরই একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন। এমনকি তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবেও দেখা যেতে পারে—এমন খবরও ছড়িয়ে পড়ে অনলাইনে।

 

সম্প্রতি ঢাকায় এক উৎসবের উদ্বোধনে এসে সেই গুঞ্জন নিয়েই মুখ খুললেন তাহসান।

 

তিনি বলেন, “অস্ট্রেলিয়ার মেলবোর্নের কনসার্টে যখন গান ছাড়ার কথাটা বলেছি, তখন খুব কম মানুষ ছিল। সেটা যে এভাবে সারা দেশে ছড়িয়ে যাবে ভাবিনি। অভিনয় থেকে যেভাবে ধীরে ধীরে বিরতি নিয়েছি, সেভাবেই গান থেকেও একটু বিরতি নিতে চেয়েছিলাম। আমি একটু আবেগপ্রবণ, কবি মানুষ। তাই এমনভাবে বলে ফেলেছি। এরপর দেখছি, আমার ছবিতে টুপি দিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে—আমি নাকি রাজনীতি করছি!”

তাহসান জানান, এসব গুজবের পেছনে উদ্দেশ্য ‘ভাইরাল হওয়া’। তার ভাষায়, “আমার মনে হয় এটা পার্ট অব দ্য গেম। এখন কিছু মানুষ ভাইরাল হওয়ার নেশায় থাকে। এটা পৃথিবীজুড়েই চলছে। তাই এখন খুব চিন্তা করে কথা বলতে হয়—কোন কথাটা নিয়ে কখন কী হয়ে যাবে, তা ভাবতে হয়।”

বর্তমানে পড়াশোনায় মন দিতে চান তাহসান। তিনি বলেন, “প্রত্যেক মানুষের জীবনে নানা অধ্যায় থাকে। প্রথম অধ্যায়ে মনে হয় কিছুই জানি না। দ্বিতীয় অধ্যায়ে মনে হয়, অনেক জেনে ফেলেছি। আমি ওই অধ্যায়ে ছিলাম। এখন মনে হচ্ছে, জীবন ও জগৎ সম্পর্কে কিছুই জানি না। আমাকে আরও পড়াশোনা করতে হবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপস্থিতি নিয়েও তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। তাহসানের ভাষায়, “অবসরে যাওয়া মানুষের এসবের প্রয়োজন নেই। আর সামাজিক যোগাযোগমাধ্যম এখন অসম্ভব টক্সিক। ভালোটুকুর চেয়ে খারাপের প্রচার বেশি। আমি চাই মানুষ আমাকে আস্তে আস্তে ভুলে যাক। সোশ্যাল মিডিয়ায় থাকলে ভুলতে সময় লাগে।”

গান ও অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তাহসান বলেন, “কষ্ট আমারই বেশি। যে গানকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি, সেটি ছেড়ে দেওয়াটা সহজ ছিল না। কিন্তু জীবনের কিছু অভিজ্ঞতা এতটাই তীব্র আর করুণ ছিল যে এই প্রস্থানই আমার জন্য একমাত্র পথ। আমি এখন শুধু সাধারণ একটা জীবনে ফিরে যেতে চাই।”

ঢাকাটাইমস