Image description

ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহিকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি। তবে দীর্ঘ দিন পর হঠাৎ করেই নিজের ফেসবুক পোস্টে সাবেক স্বামী রাকিব সরকার এবং সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন এ আলোচিত অভিনেত্রী। 

সামাজিকমাধ্যমে ছবি পোস্টের ক্যাপশনে মাহিয়া মাহি লিখেছেন— ‘মাশাআল্লাহ।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। 

তবে ভক্ত-অনুরাগীরা ভাবছেন, ব্যক্তিগত জীবনের অবসান ঘটিয়েছেন মাহিয়া মাহি। ব্যক্তিগত জীবনের এই পটপরিবর্তনের ঠিক পরপরই ভক্তদের জন্য নতুন সিনেমার সুখবর নিয়ে হাজির হলেন অভিনেত্রী। সৈকত নাসির পরিচালিত নতুন সিনেমা ‘অন্তর্যামী’ দিয়ে দর্শকদের সামনে ভিন্ন আঙ্গিকে ধরা দিতে চলেছেন অভিনেত্রী। 

মাহিয়া মাহি বলেছেন, এ সিনেমাটি তার সুপারহিট সিনেমা 'অগ্নি-২'-এর পরের গল্প হলেও এটি কোনোভাবেই 'অগ্নি' নয়। 

তিনি বলেন, 'অগ্নি' ছিল শুধু প্রতিশোধের গল্প। আর 'অন্তর্যামী' হলো একটি 'সারভাইভাল স্টোরি' বা জীবন সংগ্রামে টিকে থাকার গল্প।

 

সামাজিকমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন মাহিয়া মাহি, ‘অন্তর্যামী’ একটি সম্পূর্ণ লেডি অ্যাকশন সিনেমা। এ সিনেমায় কোনো চিরাচরিত নায়ক নেই। অ্যাকশনের সবটুকু ভার একা নিজের কাঁধে নিয়েছেন নায়িকা মাহি নিজেই। তিনি আরও দাবি করে বলেন, ‘অন্তর্যামী’ হবে 'অগ্নি'র চেয়েও ভয়ঙ্কর ও বেশি অ্যাকশনধর্মী।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় 'অন্তর্যামী'র শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড এবং আমেরিকায়। এ সিনেমাটি নির্মাণের দায়িত্বে আছেন পরিচালক সৈকত নাসির। সিনেমাটির মূল গল্প গড়ে উঠেছে অভিনেত্রী মাহিয়া মাহি এবং ৯ বছর বয়সি শিশুশিল্পী মাবশুকে কেন্দ্র করে। এ শিশুশিল্পী মাবশুই 'অন্তর্যামী' হিসেবে বিশেষ ভূমিকায় অভিনয় করছে। অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফিতে কাজ করছেন বাবা যাদব, আর ফাইট ডিরেকশনের দায়িত্বে আছেন জাইকা স্ট্যান্ট।

উল্লেখ্য, ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। বছর দেড়েক আগে নিজেই জানিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সামাজিকমাধ্যমে এক ভিডিওবার্তায় রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। তাদের সংসারে রয়েছে এক পুত্রসন্তান।