ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে মান কমেছে মার্কিন ডলারের। আন্তর্জাতিকভাবে ব্যবহৃত মুদ্রাটি চার বছরের মতো সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল মনিটরি পলিসির সিদ্ধান্তের আগেই এমনটা দেখা যাচ্ছে। ডলারের মান কমায় বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (২৮ জানুয়ারি) প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম পাঁচ হাজার ২০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম তিন শতাংশ পর্যন্ত বেড়েছিল। খবর রয়টার্সের।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানিয়েছে, গ্রিনিচ মান অনুযায়ী ০৩১৪ সময়ে স্পট গোল্ড মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম এক দশমিক এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৪৩ দশমিক ৫৮ ডলারে। এর আগে সকালে দাম গিয়ে ঠেকেছিল পাঁচ হাজার ২৪৭ দশমিক ২১ ডলারে, যা ইতিহাসের মধ্যে সর্বোচ্চ।
চলতি বছরের শুরু থেকে স্বর্ণের দাম বেড়েই চলছে। বছরটিতে এই পর্যন্ত ধাতব পণ্যটির দাম বেড়েছে ২০ শতাংশেরও বেশি। ধারণা করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম তিন দশমিক এক শতাংশ বাড়বে।
ওয়ান্ডার সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওয়াং বলেন, “ডলারের সঙ্গে পরোক্ষ সম্পর্ক রয়েছে স্বর্ণের। ডলার নিয়ে ট্রাম্পের এক মন্তব্যের জেরে গতকাল বিভিন্ন সেশনে যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম বেড়েছে। ডলার নীতির পক্ষে হোয়াইট হাউজের ভেতরে ঐকমত্য রয়েছে তা এই মন্তব্যে স্পষ্ট হয়েছে।”
রয়টার্স বলছে, চার বছরের মধ্যে সর্বনিম্ন স্থানে পৌঁছানোয় ডলার আস্থার সংকটের মুখে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডলারের মূল্য খুব বেশি কমে গেছে কি না এমন প্রশ্নের জবাবে মুদ্রাটিকে ‘দারুণ’ বলে অভিহিত করেছে। এরপরই ডলার বিক্রির চাপ আরও বেড়েছে।
এদিকে, শ্রমবাজারের শ্লথ গতি ও উচ্চ মূল্যস্ফীতিকে ঘিরে উদ্বেগ বেড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের মধ্যে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ভোক্তা আস্থা সাড়ে ১১ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।
ট্রাম্প জানিয়েছেন, তিনি শিগগিরই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে তার মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করবেন এবং নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর সুদের হার কমবে।
কেলভিন ওয়াং জানান, খুব দ্রুত সময়ে মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম পাঁচ হাজার ২৪০ ডলারে গিয়ে ঠেকবে। অন্যদিকে মঙ্গলবার ডাচ ব্যাংক জানিয়েছে, চলতি বছরে স্বর্ণের দাম ছয় হাজার ডলার পর্যন্ত পৌঁছাবে। বিনিয়োগকারীদের মনে ডলার নিয়ে সন্দেহ থাকায় স্বর্ণের দাম বাড়বে বলে জানিয়েছে তারা।
স্বর্ণের দামের পাশাপাশি বেড়েছে সিলভারের দামও। বুধবার প্রতি আউন্স এক দশমিক ৯ শতাংশ বেড়ে সিলভারের দাম গিয়ে ঠেকেছে ১১৫ দশমিক ১১ ডলারে। এর আগে গত সোমবার সিলভারের দাম উঠেছিল ১১৭ দশমিক ৬৯ ডলারে, যা ছিল ইতিহাসে সর্বোচ্চ। চলতি বছরের এ পর্যন্ত সাদা ধাতুর দাম ৬০ শতাংশ বেড়েছে।
স্পট বাজারে প্লাটিনামের দাম দুই শতাংশ বেড়ে দুই হাজার ৬৯২ দশমিক ৬০ ডলারে গিয়ে ঠেকেছে। এর আগে গত সোমবার দুই হাজার ৯১৮ দশমিক ৮০ ডলারে ঠেকেছিল এই ধাতুর দাম, যা ছিল ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া প্যালাডিয়ামের দাম এক দশমিক চার শতাংশ বেড়ে গিয়ে ঠেকেছে এক হাজার ৯৬১ দশমিক ৬৮ ডলারে।