Image description

পরীক্ষা দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইবিএ শাখার এক সাবেক নেতা। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে আইবিএ চত্বর থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আটক ওই ছাত্রলীগ নেতার নাম জুবায়ের জিহান। তিনি রাবির আইবিএ- এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং আইবিএ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক।

পুলিশে দেওয়ার বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রদল কর্মী শাহরুখ মাহমুদ জানান, কয়েকদিন আগে রাজশাহী মহানগরে ছাত্রলীগ নেতা রাশিক দত্তের নেতৃত্বে মিছিল করা হয়েছে। ওই মিছিলের ভিডিও ফেসবুকেও পোস্ট করেছে। জিহান ওই মিছিলে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জিহানকে ধরে একজন সহকারী প্রক্টরের উপস্থিতিতে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য শেখ নূর উদ্দিন, আবির হাসান হিমেল, কর্মী রাসেল বাদশা, শাহরুখ মাহমুদ ও মাইমুর উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, একজন ছাত্রলীগ নেতা পরীক্ষা দিতে ক্যাম্পাসে গিয়েছিলেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরাতন কোনও মামলায় তার নাম আপরীক্ষা দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। নাম থাকলে তাকে গ্রেফতার দেখানো হবে।