Image description

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষে নয়, তারা জনগণের পক্ষে। নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত।

বুধবার বেলা পৌনে ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

‎এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে নিজের গভীর আগ্রহের কথা প্রকাশ করেন। তিনি বলেন, আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি। যুক্তরাষ্ট্র মনে করে, নির্বাচনের ফলাফল নির্ধারণ করার একচ্ছত্র অধিকার কেবল বাংলাদেশের জনগণেরই।

‎‎প্রধান উপদেষ্টার সঙ্গে গত সপ্তাহের বৈঠকের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টা আমাকে আশ্বস্ত করেছেন নির্বাচন উৎসবমুখর হবে। আমি নিজেও আশা করি এটি একটি আনন্দময় ও উৎসবপূর্ণ নির্বাচন হবে, যেখানে নাগরিকরা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

‎‎সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া তথ্যে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে কমিশনের প্রস্তুতি প্রশংসনীয়। তিনি আবারও স্মরণ করিয়ে দেন, জনগণের ম্যান্ডেট পাওয়া প্রতিনিধিদের সঙ্গেই ওয়াশিংটন ভবিষ্যতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।