Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১০ দলের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের সংসদ সদস্য প্রার্থী আরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। প্রার্থীর দাবি, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা এই হামলা চালিয়েছে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এলাকায় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। 

হামলার তথ্য নিশ্চিত করে প্রার্থী আরিফুল ইসলাম নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, ‘ডুমনী নূরপাড়া এলাকায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এখান থেকে আমার লাশ যাবে, তবুও আমি প্রোগ্রাম সফল করে যাব ইনশাআল্লাহ।’ এসময় তার সমর্থকদের ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘নারায়ে তাকবির’ স্লোগান দিতে দেখা যায়।

তবে হামলার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কাউকে পাওয়া যায়নি।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) রওনক আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘হামলার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।’