জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ জামায়াত। আবু সাঈদের ত্যাগ স্বীকার করে এগিয়ে যাচ্ছে জামায়াত। শনিবার সকাল ৮টার দিকে রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
কবর জেয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের পিতা ও বড় ভাইয়ের সাথে শহীদের স্মৃতি বিজড়িত বাড়িতে প্রবেশ করেন।
জামায়াত আমিরের সাথে শহীদ আবু সাঈদের কবর জেয়ারতে আরও ছিলেন দলটির সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ।
আবু সাঈদের কবর জেয়ারত শেষে সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায়, বেলা ১২টায় বগুড়া শহরে, দুপুর আড়াইটায় বুড়া জেলার শেরপুর উপজেলায়, বেলা সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরে, বিকেল ৪টায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনা শহরে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত আমির।