Image description

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার গ্রামে যান তিনি।

কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা জাতিকে বিভক্ত করব না। আবু সাঈদ যে দায়িত্ব দিয়ে গেছেন, সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু দেশের সম্মান ভূলুন্ঠিত হতে দেব না।’

এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনসহ ১০ দলীয় জোটের নেতারা।