Image description

ঝিনাইদহের কোটচাঁদপুরে সৃষ্টি হলো এক অভূতপূর্ব দৃশ্য! শুক্রবার রাতে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সাধারণ এক পথসভা মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হয়ে রূপ নিল বিশাল নির্বাচনী জনসভায়। হাজার হাজার নেতা-কর্মীর পদচারণা আর ‘দাঁড়িপাল্লা’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার জিয়াউল হক শামিম। তিনি তার বক্তব্যে সমসাময়িক রাজনীতি ও ইসলামী সমাজ বিনির্মাণে জামায়াতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন 
‎পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন একঝাঁক তুখোড় বক্তা ও সাবেক ছাত্রনেতা,ব্যারিষ্টার আসাদুজ্জামান আসাদ,মুয়াবিয়া হুসাইন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও নায়েবে আমির,সাহাদত মিরাজ অস্ট্রেলিয়া প্রবাসী ও সাবেক শিবির নেতা,সহযোগী অধ্যাপক খাইরুল বাশার সাবেক জেলা শিবির সম্পাদক,মুহঃ শরিফুল ইসলাম সাবেক উপজেলা জামায়াত সম্পাদক,মওদুদ হাসান ঢাবি শিবিরের সাবেক নেতা ও জুলাই আন্দোলনের অকুতোভয় যোদ্ধা,

‎এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ—পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, সোহেল আহমেদ, শামিম আহমেদ এবং আমির হামজা রানা চৌধুরীসহ ওয়ার্ড পর্যায়ের নেতারা জনসভায় প্রাণবন্ত বক্তব্য রাখেন। পথসভাটি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মিছিলের স্রোতে মুখরিত হয়ে ওঠে রাজপথ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, আগামী দিনের রাজনীতিতে কোটচাঁদপুর জামায়াত এক শক্তিশালী অবস্থানে রয়েছে। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।