Image description

বিগত সরকারের সময়ে তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে যোগ দেন তিনি। জনসভাকে ঘিরে দলের নেতাকর্মী ও বিভিন্ন প্রান্ত থেকে আসা জনতার ঢল নেমেছে মাদ্রাসা মাঠে।

বিএনপির চেয়ারম্যান হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন। মঞ্চে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন।

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এর আগে সমাবেশ ঘিরে সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতা–কর্মীরা। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে সমাবেশে যোগ দেন তারা। অনেকে রাতে এসেই অবস্থান নেন। দূরের উপজেলাগুলো থেকে নেতাকর্মীরা একদিন আগেই চলে এসেছেন সিলেটে। আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়েছে। সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে অরাজনৈতিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে যোগ দেন তারেক রহমান। সিলেটের একটি হোটেলে এ মতবিনিময় সভায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তারেক রহমান তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

উল্লেখ্য, এর আগে গতকাল রাত ৮টার দিকে বিমানে সিলেট পৌঁছান তারেক রহমান। পরে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে উপস্থিত নেতা–কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য রাখেন তারেক রহমান।
শীর্ষনিউজ