সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভাস্থলে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বেলা সোয়া ১২টার দিকে জনসভাস্থলে পৌঁছান। এসময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান।
এর আগে আজ সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ সমাবেশের কার্যক্রম শুরু হয়। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমানের আগমনের আগে থেকেই দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দিচ্ছেন।
লোকারণ্য সমাবেশস্থল
সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১টি সংসদীয় আসনে দল মনোনীত ও জোট সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
এর আগে বুধবার রাত থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার নেতা-কর্মীরা আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন। অনেককে ব্যানার ও দলীয় পতাকা হাতে মাঠের আশপাশে অবস্থান নিতে দেখা যায়। বৃহস্পতিবার সকাল থেকে মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। নির্ধারিত সময়ের আগেই মাঠের একটি বড় অংশ জনসমুদ্রে পরিণত হয়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলিয়া মাদরাসা মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিএনপি’র নেতা-কর্মীরা ধানের শীষ আঁকা এক রঙের গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত গেঞ্জি, দলের ব্যানার, ফেস্টুন ও সিলেটের বিভিন্ন জেলার দলীয় নেতাদের ছবি নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জনসভাস্থল।
এর আগে সকালে তারেক রহমান ‘দ্য প্ল্যান- ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সিলেট বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেন। আলিয়া মাদ্রাসার জনসভা শেষে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। যাত্রাপথে মৌলভীবাজার, হবিগঞ্জসহ কয়েকটি জনসভা ও পথসভায় বক্তব্য দিবেন।