Image description
 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৪ হাজার ৫০০ জন শিক্ষার্থী। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে মেধার ভিত্তিতে প্রথম স্থান অধিকার করেছেন আফসার উদ্দিন আহমেদ (রোল ১০১২৯৫)। দ্বিতীয় স্থান অর্জন করেছেন এস এম আফিফ ইকবাল (রোল ১০৭৭৯৯) এবং তৃতীয় হয়েছেন মো. নাফিস সাদিক (রোল ১০০১১২)।

এর আগে গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ রাজধানীর চারটি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো—বুটেক্স ক্যাম্পাস, ঢাকা সিটি কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। উল্লেখ্য, ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে ৬০ নম্বর করে এবং ইংরেজিতে ২০ নম্বর নির্ধারিত ছিল।

ফলাফল দেখুন এখানে

এ বছর বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের অধীনে মোট ১১টি বিভাগে ৬৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। আসন বিন্যাস নিচে দেওয়া হলো-

প্রধান ৫টি বিভাগ (প্রতিটিতে ৮০টি করে আসন): ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট।

অন্যান্য ৬টি বিভাগ (প্রতিটিতে ৩০টি করে আসন): টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেধাতালিকা অনুযায়ী ৪ হাজার ৫০০ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হলেও আসন সংখ্যা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক প্রার্থী ভর্তির সুযোগ পাবেন। ভর্তির তারিখ ও পরবর্তী নির্দেশনা দ্রুতই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।