ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েছেন হাসিনা খান চৌধুরী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মোট ভোটারের শতকরা এক ভাগ (১%) ভোটারের স্বাক্ষরের জটিলতা দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা হাসিনা খান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।
বৃহস্পতিবার কমিশনের শুনানিতে তার আপিল মঞ্জুর হয় এবং তিনি নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত বৈধতা লাভ করেন।
হাসিনা খান চৌধুরী নান্দাইল আসনের সাবেক চারবারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর সহধর্মিণী এবং উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর মা।
তার প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে নির্বাচনি এলাকার ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। বিশেষ করে নান্দাইল আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত চার নেতার অনুসারীরা এ খবরে নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছেন।
তারা মনে করছেন, হাসিনা খান চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণ লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করবে।