জুলাই জাতীয় সনদে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস ‘মুছে দেওয়ার অভিযোগ সঠিক নয়’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আলী রীয়াজ বলেন, অনেক রকম আপত্তি হচ্ছে, কেউ কেউ বলছেন বিসমিল্লাহ থাকবে না, কেউ কেউ বলেন ১৯৭১ মুছে দেওয়া হচ্ছে। এগুলো সঠিক নয়।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদ কোনো অবস্থাতেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাতিল করার কথা বলেনি। রাজনৈতিক দলগুলো (যেসব বিষয়ে) একমত হয়নি সে বিষয়ের কোনো উল্লেখ নাই। একইভাবে বিসমিল্লাহ বাদ দেওয়ার ব্যাপারে জুলাই জাতীয় সনদে কোনোরকম উল্লেখ নাই।
গণভোটেও সেরকম কিছু নেই মন্তব্য করে আলী রীয়াজ আরও বলেন, যারা বলছেন, তারা হয় অনিচ্ছাকৃতভাবে বলছেন, ভুল বোঝার কারণে ভুল বলছেন, অথবা অন্য কোনো কারণে তারা ভুল বলছেন। আমি আশা করি, তারা তাদের ভুলগুলো বুঝতে পারবেন, তাদের অবস্থান সঠিক করবেন, যদি না তাদের অন্য উদ্দেশ্য থাকে।
গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রচারের অংশ হিসেবে এ ইমাম সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সম্মেলনে উপস্থিত ছিলেন।