খুলনায় সিআইডি সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে সিআইডি ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুন লাগে। আগুন ওই কক্ষের সব জায়গায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই কক্ষের এসির বিস্ফোরণ ঘটে।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম কালবেলাকে বলেন, আগুন লাগার পর সিআইডি অফিসে এসির বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে ফায়ার সার্ভিসের সাব-অফিসার আশরাফ হোসেন কালবেলাকে বলেন, দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের প্রায় ৪০ মিনিট সময় লাগে।
তিনি আরও বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। রাসায়নিক পরীক্ষকের কক্ষের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।