ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় তেজগাঁও থানায় মামলা করেছেন তাঁর স্ত্রী সুরাইয়া বেগম। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে তাঁর লিখিত এজাহার তেজগাঁও থানা পুলিশ মামলা হিসেবে রেকর্ড করে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশূন্য মারমা স্ট্রিমকে বলেন, ‘নিহতের স্ত্রী সুরাইয়া পুলিশের কাছে জানিয়েছেন, অনেকদিন ধরেই কেউ তাঁকে ক্ষতি করতে পারে, এমন শঙ্কার কথা জানিয়েছিলেন। তবে তারা কারা, সে বিষয়ে কোনো কিছু বলেননি।’
ওসি বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বাদির মামলায় আসামীদের কোনো নাম নেই, অজ্ঞাত তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্নভাবে আমরা তথ্য সংগ্রহ করছি। আমরা সব বিষয়কে সামনে রেখেই তদন্ত করছি।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে রাজধানীর তেজগাঁও থানাধীন তেজতুরি বাজার এলাকায় (বসুন্ধরা সিটির পেছনে ও এটিএন বাংলার বিপরীত পাশে) হেঁটে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মুছাব্বির ও তাঁর সঙ্গে থাকা লোকজনকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নিলে চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় গুলিবিদ্ধ ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুফিয়ান বেপারী মাসুদকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।