Image description

সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত জেলা সমন্বয় কমিটি অনুমোদনের ১০ ঘণ্টা পর পদত্যাগ করলেন বেলাল হোসেন সবুজ নামের এক যুগ্ম সমন্বয়কারী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এনসিপি সদস্য সচিব ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি নিজের এই সিদ্ধান্ত জানান।
কেন্দ্রীয় কমিটি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেয়। কিন্তু সেই কমিটিতে নিজের অবস্থান নিয়ে আক্ষেপ প্রকাশ করে পদত্যাগ করেন বেলাল হোসেন সবুজ।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি বেলাল হোসেন সবুজ সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। সম্প্রতি সময়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখনই সিরাজগঞ্জ আসতেন, তখনই আমাকে ডাকতেন। আমি ব্যবসার পাশাপাশি তাদের সঙ্গে সময় দিতাম। তাদের কর্মকাণ্ডে বেকআপ দিতাম।

গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে আমি ফেসবুক পোস্টে দেখলাম সিরাজগঞ্জে এনসিপির সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে ‘আমাকে অবগত না করে ৫ নম্বর যুগ্ম সমন্বয়কারী পদে রেখে কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কমিটি গঠন করতে হলে তো আলোচনা করা দরকার। অথচ আমার সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করেই কমিটি গঠন করা হয়েছে। আমি নিজেকে কখনো কোন সংগঠনের সাথে জড়াতে চাই না। এজন্যই ব্যক্তিগত কারণে আমি এনসিপির সিরাজগঞ্জের সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।

এনসিপির নবগঠিত সিরাজগঞ্জের সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ইউনুস আলী শিকদার বলেন, ‘রাজনীতিতে সবার ব্যক্তি স্বাধীনতা আছে। তবে এখন পর্যন্ত এমন কোনো পদত্যাগপত্র হাতে পাইনি। একজন যদি পদে না থাকতে চায় তাহলে তো তাকে জোর করে রাখা সম্ভব নয়। এটি তার ব্যক্তিগত বিষয়।’
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটি অনুমোদন করা হয়

শীর্ষনিউকজ