Image description

সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে আব্দুল মোতালেব নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে জেলার তাহিরপুরের রাজাই সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

গ্রেফতার মোতালেব উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামের শুক্কুর আলীর ছেলে ও ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বশীল ছিলেন।

বুধবার তাহিরপুর থানার এসআই নাজমুল জানান, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়েরকৃত একটি নাশকতার মামলা তদন্তে মোতালেবের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।