Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ প্রার্থী ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়ে এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন।

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, গুলিটি তার বাম কানের ওপর দিয়ে প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এই গুলি তার মস্তিষ্কের কাণ্ড বা ‌‘ব্রেন স্টেম’ পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। আগামী ৭২ ঘণ্টা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই অবস্থায় কোনো নতুন চিকিৎসা প্রক্রিয়া শুরু করা হবে না।

 ডা. সায়েদুর রহমান

ডা. সায়েদুর রহমান শুক্রবার রাতে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, হাদি এখন ‘খুবই ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন। তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে, তবে চিকিৎসকরা এখনো আশার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

ঘটনার দিন আহত ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।