ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরকে ভারত থেকে মাথা কাটার হুমকি দেওয়া হয়েছে। একটি ভারতীয় নম্বর থেকে তার হোয়াটসঅ্যাাপে পাঠানো একটি বার্তায় এমন হুমকি দেওয়া হয়।
ওই হোয়াটসঅ্যাাপ বার্তায় লেখা হয়েছে, ‘শুয়োরের বাচ্চা, তোর মাথা রাজুতে ঝুলিয়ে দেব। কথা দিলাম।’ এবি জোবায়ের তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এর স্ক্রিনশট পোস্ট করেছেন।
ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, ‘ঝুলানোর জায়গাটা রাজু ভাস্কর্য নির্ধারণ করার জন্য ধন্যবাদ। আমার পছন্দের একটা জায়গা। হাসিনা থাকতে বহুত গালিগালাজ করেছি এইখানে দাঁড়িয়ে।’
এবি জোবায়ের লিখেছেন, ‘বিকাল থেকেই বিভিন্ন দেশি-বিদেশি নাম্বার থেকে অনবরত ডে'থথ্রেইট আসছে। যদিও আই নো ভেরি ওয়েল দ্যাট, এরা আমার BAL (Bangladesh Awami League) ও ছিঁড়তে পারবে না। বাট আক্রোশটা দেখছেন! দীর্ঘদিনের রক্ত পানের অভ্যাস বলে কথা!’
“যাইহোক, খুনি লীগের প্রেতাত্মারা একটা কথা মনে রাইখো, ‘জিনা হারাম করে দিব তোমাদের’ দুই হাজার শহিদের রক্ত তোমাদের হাতে; এমনি এমনি ছেড়ে দিব না,”— ফেসবুক পোস্ট যুক্ত করেন তিনি।