৫ই আগস্টের পক্ষে যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্টরা সুবিধা নেবে বলে মনে করেন তিনি। সম্প্রতি নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্বের প্রসঙ্গে মানবজমিনকে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, আমরা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন চাই। আমরা বলেছি যে, ২০২৫ সালের ভেতরেই জাতীয় সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন।
মঙ্গলবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না।’ তার এই সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে।
এ প্রসঙ্গে মতামত জানতে চাইলে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. তাহের বলেন, এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।