আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া–মানিকগঞ্জ সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা দাবি করেছেন— “মানুষ এবার ধানের শীষে ভোট দিতে উদগ্রীব।”
বুধবার দুপুরের দিকে সাটুরিয়া উপজেলার দরগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিতা বলেন, “আমার বাবা সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর প্রতিষ্ঠিত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের কারণেই আজ প্রায় চার হাজার মানুষকে চিকিৎসা দিতে পেরেছি। তিনি সারা জীবন সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য কাজ করেছেন। তাঁর আদর্শ ধারণ করেই তৃণমূলে চিকিৎসা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ।”
তিনি জানান, এই চিকিৎসাসেবা নির্বাচনী আয়োজন নয়; ভবিষ্যতেও মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ায় ধারাবাহিকভাবে আরও ক্যাম্প করা হবে।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “গত ১৭ বছরে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তাই এবার প্রতিটি মানুষ ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় আছে।”
নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং তৃণমূলে স্বাস্থ্যসেবার মান বাড়ানো— এমন প্রতিশ্রুতিও দেন তিনি।
বুধবার সকাল ৯টা থেকে দিনব্যাপী পরিচালিত এই ক্যাম্পে মেডিসিন, গাইনি, দন্তসহ মোট ১০ বিভাগে ৭৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন।
ড্যাব মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. জিয়াউর রহমান জানান, ক্যাম্পে প্রায় চার হাজার অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং প্রয়োজনীয় বেসিক পরীক্ষা দেওয়া হয়েছে। জটিল রোগ শনাক্ত হলে তাদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে