Image description

দেশে তলে তলে অনেক কিছু হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেছেন, ‘ইউনূস সাহেব (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা) ধরা পড়ে গেছেন। (তার) আসল এজেন্ডা হলো চট্টগ্রাম বন্দর, তিনি তলে তলে আমেরিকান কম্পানির কাছে বন্দর লিজ দিয়ে দিচ্ছেন, পশ্চিমা কম্পানির কাছে।’

সম্প্রতি একটি সমাবেশে এসব কথা বলেন সিপিবির বর্তমান সভাপতিমণ্ডলীর এই সদস্য।

 

 

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘রোহিঙ্গাদের জন্য সাহায্য পাঠানোর নামে মানবিক করিডর করার চেষ্টা করছেন। আমেরিকার সেনাবাহিনী যাতে এখানে এসে ষড়যন্ত্র কার্যকর করতে পারে, সেই চেষ্টা করছেন।’ 

তিনি বলেন, ‘দেশবাসীর উদ্দেশে আমি বলতে চাই—হুঁশিয়ার থাকবেন। বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা হচ্ছে, সেটাকে আমাদের প্রতিহত করতে হবে।

 

 

বৈষম্য দূর করতে জুলাই গণ-অভ্যুত্থান হলেও কিছুই করা হয়নি মন্তব্য করে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘৫৪ বছর আগে ৩০ লাখ মানুষ বুকের রক্ত দিয়ে পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়েছি। নতুন করে যদি কেউ আমাদের ভারত কিংবা আমেরিকার গোলামির শিকলে বাঁধতে চায়, তাহলে মানুষ আবার জেগে উঠবে। মুক্তির সংগ্রাম ধ্বংস করার কোনো চক্রান্ত বরদাশত করা হবে না।’