গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা–খুলনা মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার গোপালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়ক দু’দিকে যানবাহন চলাচল কয়েক ঘণ্টা ব্যাহত হয় এবং একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, রাত প্রায় সাড়ে তিনটার দিকে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে অবরোধ তৈরি করে। এ সময় ঢাকা থেকে খুলনাগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাছের গুঁড়িতে আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হয়। তবে বড় ধরনের কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে ফেলেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি কামাল হোসেন বলেন, “ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকাটাইমস