আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট সাকিল আহমাদ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
অ্যাডভোকেট সাকিল আহমাদ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়কারী। এনসিপি সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল‘ইয়ার্স অ্যালায়েন্সের মুখ্য সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া অ্যাডভোকেট সাকিল আহমাদ বর্তমানে বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি গাংনী উপজেলা থেকে এ পদে প্রথম ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবা, শিক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত থেকে তরুণদের মধ্যে নেতৃত্ব ও নাগরিক সচেতনতার বার্তা ছড়িয়ে যাচ্ছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, গাংনী আমার জন্মভূমি। এখানকার মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে কেন্দ্র করে আমি কাজ করতে চাই। ন্যায়, উন্নয়ন ও পরিবর্তনের রাজনীতি গড়তে এনসিপি আমার প্ল্যাটফর্ম। এ সময় এনসিপির স্থানীয় নেতারা ও সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, তরুণ নেতৃত্ব, আইনি পেশায় অভিজ্ঞতা এবং গণমানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে অ্যাডভোকেট সাকিল আহমাদকে এই আসনে ‘যোগ্য প্রার্থী’ হিসেবে বিবেচনা করছে এনসিপি।