Image description
 
 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে গুলির একটি খোসা উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি এলাকায় প্রয়াত সাবেক চেয়ারম্যান লুৎফর মোল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

মিছিলের নেতৃত্বে ছিলেন ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা।

সেলিম মোল্লা বলেন, ফ্যাসিস্ট সরকারের ডাকা লকডাউনের প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। লুৎফর মোল্লার বাড়ির সামনে পৌঁছালে বাড়ির ভেতর থেকে একটি গুলি ছোড়া হয়। এতে নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়ে। আমাদের ধারণা, প্রয়াত চেয়ারম্যান লুৎফর মোল্লার ছেলে রিফাত মোল্লা গুলি করেছেন।

অভিযোগ অস্বীকার করে রিফাত মোল্লা বলেন, আমার ধারণা, মিছিলকারীদের মধ্য থেকে কেউ আমাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে।

খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি সৈয়দ আক্তার হোসেন বলেন, একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে কোনো পক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।