বগুড়ার শিবগঞ্জে ঐতিহাসিক মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু করলেন জুলাই যোদ্ধা শহিদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধ।
আজ রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মাজার জিয়ারত করেন।
এ সময় মীর স্নিগ্ধ বলেন, দলের একজন কর্মী হিসেবে বিএনপির অন্যসব নেতা-কর্মীদের মতো শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া থেকে আমার রাজনৈতিক পথচলা শুরু করলাম। এবারই প্রথমবার আমি ছাত্র-জনতার সঙ্গে বিএনপির পক্ষে গণসংযোগ শুরু করেছি।
তিনি আরও বলেন, দলের নির্দেশনায়, তরুণদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের তরুণদের নিয়ে কাজ করতেই আমার এই অধ্যায়ের সূত্রপাত।
মাজার জিয়ারত শেষে মীর স্নিগ্ধ শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে আয়োজিত ছাত্র-জনতার সমাবেশে অংশগ্রহণ করেন। সেখানে তিনি স্থানীয় নেতা-কর্মী ও তরুণদের সঙ্গে মতবিনিময় করেন।