ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। অন্য আসনগুলো নানা হিসাব-নিকাশে ফাঁকা রেখেছে দলটি। একই সঙ্গে দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায়ও কিছু আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। তবে দেশের ৬৪ জেলার মধ্যে এমন একটি জেলা জেলা রয়েছে, যেখানে কোনো আসনেই কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
প্রকাশিত তালিকায় দেখা গেছে, বাগেরহাটে তিনটি আসন থাকলেও কোনোটিতে প্রার্থী দেওয়া হয়নি। তালিকায় জেলার তিনটি আসনের প্রার্থীর নামের ঘরটি খালি রয়েছে।
এদিকে খালি রাখা ৬৩ আসনের মধ্যে ৪০টি জোটসঙ্গীদের দেওয়ার কথা ভাবছে দলটি। বাকি ২৩ আসনে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্রীয় কমিটি। সেগুলো নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।