আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। জামায়াতের সবুজ সংকেত পেয়ে কয়েক মাস ধরে ওই এলাকায় জনসংযোগ করছেন তিনি।
এদিকে ওই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব ও কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সরকার।
আজ সোমবার বিকেলে ওই আসনে দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।
একই দিন আরো ২৩৬টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।