গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে উপদেষ্টা পরিষদের শপথ নেওয়াতেই জটিলতা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার ভাষ্য, এসব ভুলের খেসারত হয় না।
আজ সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ খান।
জুলাই সনদে রাষ্ট্রপতি স্বাক্ষরিত অধ্যাদেশ জারি করলে তা মানা হবে না বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
এ প্রসঙ্গে রাশেদ খান তার ফেসবুক পোস্টে বলেন, যেহেতু সংবিধান মোতাবেক রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তৎকালীন ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলামসহ সকল উপদেষ্টারা রাষ্ট্রপতিকে মেনেই শপথ নিয়েছেন।
রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া এমন অধ্যাদেশ জারি হলে তা ভবিষ্যতে প্রশ্নের মুখোমুখি ফেলার সুযোগ রেখে দিবে জানিয়ে তিনি বলেন, বিধি অনুযায়ী আদেশ জারি হওয়া দরকার, আবেগতাড়িত হয়ে কোনকিছু করতে গেলে তা ভবিষ্যতে অবৈধ বিবেচিত হতে পারে।
গণ অধিকার পরিষদের এই নেতা আরো বলেন, মূলত গত ৮ আগস্ট রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়াতেই জটিলতা রয়ে গেছে।