জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত দলটির দপ্তর সেলের প্রধান পদ থেকে সরে দাঁড়াতে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দলের ‘যুগ্ম সদস্যসচিব’ কিংবা ‘সদস্য’ পদে থাকা নিয়ে তার কোনো আপত্তি নেই। দলটির বিশ্বস্ত এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন সিফাত। বিষয়টি তিনি নিজেও দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, আমি এনসিপি থেকে পদত্যাগ করছি না। আমি এনসিপিতে স্বপদেই থাকছি। তবে ব্যক্তিগত কারণে দপ্তর সেলে কাজ করতে না পারায় সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।
বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে কল দিলে তিনি ব্যাপারে জানেন না বলে জানান। এরপর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবকং সদস্য সচিব আখতার হোসেনকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।