Image description

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে সরকারি প্রণোদনার বিপুল পরিমাণ সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব নিশ্চিত করেছেন।

তিনি জানান, “স্থানীয়দের কাছ থেকে খবর পাই, সুরাট ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ মজুদ রয়েছে। আমরা সেখানে গিয়ে তা উদ্ধার করি। এই ঘটনায় পরবর্তী ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে।”

অভিযোগ সম্পর্কে জানতে সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।