Image description

অছাত্র ও ছাত্রলীগের দোসরদের দিয়ে কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন করেছে বাগেরহাটের শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কলেজের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। গত ১৮ অক্টোবর কলেজ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

মানববন্ধনে অভিযোগ করা হয়, নবগঠিত কমিটিতে ছাত্রলীগের সাবেক কর্মী ফজলে রাব্বি মোড়লকে সভাপতি করা হয়েছে। এছাড়া কমিটির বিভিন্ন পদে ছাত্রলীগের কর্মীরা স্থান পেয়েছেন বলে দাবি করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি রিয়াদুল ইসলাম রানা, সাবেক সদস্য সচিব মামুন মোল্লাসহ অন্য নেতাকর্মীরা।

সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বলেন, ‘বিগত দিনে যারা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল, তাদের কারণে আমরা ঠিকমতো লেখাপড়া করতে পারিনি। আমাদের জীবনের দুইটি বছর নষ্ট হয়েছে। আজ তারা কীভাবে ছাত্রদলের কমিটিতে আসে? কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি আহবান জানাই, এ কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।’

সিনিয়র সহ-সভাপতি রিয়াদুল ইসলাম রানা বলেন, ‘আমি ছাত্রদল করার কারণে হামলার শিকার হয়েছি, লেখাপড়া বন্ধ হয়ে গেছে। যারা সে হামলায় জড়িত ছিল, তারা আজ কমিটির সভাপতি-সম্পাদক! এমন ব্যক্তিরা ছাত্রদলের পদে থাকতে পারে না। আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

 

সাবেক সদস্য সচিব মামুন মোল্লা বলেন, ‘আওয়ামী আমলে যারা আমাদের ওপর হামলা করেছে, তাদের দিয়ে এখন ছাত্রদলের কমিটি করা হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস চাই।’