Image description
 

রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের পথে থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আসুন আমরা একসঙ্গে একটি নতুন রাষ্ট্র নির্মাণ করব। আগামী সংসদ গঠন করব, যে সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে সুফিবাদী প্ল্যাটফর্ম মাকাম আয়োজিত ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। সংলাপে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

বিএনপিসহ কয়েকটি দল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বাধা দিচ্ছে অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি নিয়ে আজকে এনসিপির একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনে গিয়েছে।

তাদের মূল দাবি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও অধ্যাদেশ জারি করা। ছাত্র-জনতার রক্তের ওপর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উল্লেখ করে একটু ঝুঁকি নিয়ে হলেও জুলাই সনদের অধ্যাদেশ এবং আইনি ভিত্তি সুন্দরভাবে জনগণের সামনে হাজির করার আহ্বান জানান তিনি।

দলগুলোর উদ্দেশ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আলোচনার ভিত্তিতে দ্রুত একটা সমাধান করে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে তারা যেতে চান। তবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় বাধা দিলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে। আর নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ সংকটের জায়গায় যাবে। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ও সহযোগীরা জুলাই সনদে যেন স্বাক্ষর না করে সে জন্য জনমত গঠনের আহ্বান জানান তিনি।

আলেম-ওলামাদের মধ্যে রাজনীতি, অর্থনীতি ও ব্যবসার সঙ্গে যুক্তরা এক জায়গায় আসার চেষ্টা করছেন মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মাঠে মারামারি, ভাঙচুর বা এই ধরনের অসভ্য কাজগুলো বাংলাদেশে আর হবে না। এই ধরনের সামাজিক সমস্যা সমাধানের জন্য মাজার খানকা বিষয়ক একটি কমিশন গঠনের প্রস্তাবনার কথা বলেন তিনি।