গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিরোধী দলকে দমন করেছে, আর এখন ক্ষমতা হারিয়ে ইসকন দিয়ে গুম-খুন, অপহরণের পথ বেছে নিয়েছে।
শুক্রবার বিকালে নগরীর ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ আবারও আগুন, গুম-খুনের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। বিগত দিনে বিরোধী দল হরতাল ডাকলে, আগুন-ভাঙচুর ও মানুষ পুড়াতো আওয়ামী লীগ; কিন্তু মামলা করা হতো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
হাসান উদ্দিন সরকার টঙ্গী থেকে অপহৃত টিঅ্যান্ডটি জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুল্লাহর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ভয়াবহ ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। জনগণ এখন সব বুঝে ফেলেছে, এ অন্যায়ের বিচার একদিন হবেই।
৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন- মোস্তাফিজুর রহমান, বাবর আলী, আজিজুল হক রাজু মাষ্টার, তাজুল ইসলাম বেপারী, কামরুজ্জামান কামরুল, মোখলেছুর রহমান, সাদিকুর রহমান টিপু, মামুন ইব্রাহিম প্রমুখ।
৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আনিসুর রহমান খোকন মৃধা এবং সঞ্চালনা করেন আনোয়ার হোসেন সরকার।
এতে আরও উপস্থিত ছিলেন- সরকার রনি, হাবিবুর রহমান, কামরুজ্জামান, রহুল আমিন ও আব্দুল হাইসহ স্থানীয় নেতারা।