Image description

‘জামায়াত মানেই হচ্ছে ঝামেলা, তারা এদেশের ইসলামের জন্য কখনই কিছু করেনি’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে শ্রীনগর উপজেলার কোলাপাড়া বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মীর সরফত আলী সপু বলেন, “জামায়াত একসময় স্বৈরাচার এরশাদকে টিকিয়ে রেখেছিল। এই জামায়াতই ফ্যাসিবাদী আওয়ামী লীগের সঙ্গে মিটিং করে বিএনপির বিরুদ্ধে মিছিল করেছে। এখন আবার তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে নির্বাচন পেছাতে চায়।”

তিনি আরো বলেন, “বিএনপি জনগণের দল, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার লড়াইয়ে মাঠে আছে। অন্যদিকে জামায়াত সবসময় রাজনৈতিক ফায়দা লুটে ইসলামের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলভিনা রফিক, সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।