Image description

রাজনীতির মাঠে আবারও আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ইস্যু। সর্বোচ্চ আদালত ইতিমধ্যে এই বিষয়ে বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল প্রসঙ্গ। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার আহ্বান জানিয়েছে বিএনপি।

 

মঙ্গলবার রাতে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক নানা উদ্বেগ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা আলোচনা করেছেন। তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য করতে হলে এখন থেকেই অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে কাজ করতে হবে।”

মির্জা ফখরুল আরো বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের যে ভূমিকা, সেই ভূমিকায় যেতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে। প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে গঠন করতে হবে। সরকারের ভেতরে যদি কোনো দলীয় ব্যক্তির অবস্থান থাকে, তবে তাকে অপসারণ করতে হবে।”

 

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বলেছেন প্রশাসনের রদবদল হবে তাঁর তত্ত্বাবধানে, যাতে নির্বাচনের সময় শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে।

 

তিনি আশ্বস্ত করেন, নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক পদে নিয়োগের ক্ষেত্রেও একাধিক ফিটলিস্ট থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যথাযথ স্থানে নিয়োগ দেওয়া হবে।

তবে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে কি না সে বিষয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি।