
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা প্রমাণে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানালেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নিরপেক্ষতাই হলো নির্বাচনের প্রথম পূর্ব শর্ত
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে “বাংলাদেশর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় খসরু বলেন, আমরা লক্ষ্য করছি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একটি বিশেষ দলের লোকজনদের পদায়ন করা হচ্ছে। এতে করে সরকারের নিরপেক্ষতা ক্ষুন্ন হচ্ছে। সরকারের নিরপেক্ষতা ছাড়া আগামী নির্বাচন কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। তাছাড়া দেশের জনগণও সেটা মানবে না।
তিনি আরো বলেন, দেশে এবং বিদেশে সবার আকাঙ্ক্ষা নির্বাচন ঘিরেই। সবার প্রশ্ন নির্বাচন কবে হবে। দেশের সাধারণ মানুষ পেশাজীবী বিনিয়োগকারী সবারই একই প্রশ্ন। কারণ নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ এগিয়ে যেতে পারে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, বর্তমান সরকার অনির্বাচিত তাই জনগণের সঙ্গে কোন সেতুবন্ধন নেই। কোন চাওয়া পাওয়া নেই। কারণ অন্তর্বর্তী সরকার জনগণের মেন্ডেড নিয়ে আসেনি। তোর একটা বিশেষ পরিস্থিতিতে বেশ পরিচালনা আর দায়িত্ব পেয়েছিল। সরকারের উচিত দেশের সার্বভৌমত্ব দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়া।
আমীর খসরু বলেন, নির্বাচন না হওয়ায় বর্তমান সরকারের কোন জবাবদিহিতা নাই। আর জবাবদিহিতা না থাকার কারণে প্রত্যেকটা সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যে যেভাবে পারছে সরকারের কাছ থেকে জোর করে আদায় করছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না
শীর্ষনিউজ