Image description
 

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ফুলের মতো পবিত্র মানুষগুলোই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা সংসদে গিয়ে আপনাদের কথা ভুলে গেছে। কীটনাশক ও সার বিক্রির টাকায় আমার কৃষকের ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছে। চাল-ডালের ন্যায্য মূল্য নির্ধারণ না করতে পারার কারণে কুড়িগ্রামের কৃষকদের সম্মানিত জীবনযাপনের বদলে ঢাকা শহরের রিকশাচালকে পরিণত করেছে। আমি সেই সব কৃষক ভাইদের বলতে চাই পুরাতন রাজনীতি ভুলে গিয়ে নতুন রাজনীতি করতে হবে।

 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকারভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কুড়িগ্রামে এক পথসভা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট বাজারে প্রথম পথসভা পরে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী বাজার ও ঘোষপাড়ায় দ্বিতীয় ও তৃতীয় পথসভা অনুষ্ঠিত হয়। 

পথসভায় প্রধান অতিথি ছিলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক। সভাপতি হিসেবে বক্তব্য দেন এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খান। সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলার সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল। 

এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা ও উপজেলা কমিটির নেতারা।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, নতুন রাজনীতি অবশ্যই করতে হবে, যদি আপনারা আপনাদের ভাগ্য বদলাতে চান। এটা আপনাদের চয়েজ। যে আপনারা আপনাদের অধিকার ফিরিয়ে পেতে চান। নাকি দাসত্বের জীবন চান। নাকি জিন্দাবাদের রাজনীতি চান। যদি আপনারা গুণ্ডাদেরকে নির্বাচিত করেন তাহলে সারাজীবন ভুগতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের পতাকার প্রতি সবার দায়বদ্ধতা রয়েছে। আমরা সবাই মিলে লড়াই করে, সংগ্রাম করে পরিবর্তনের রাজনীতিটা ফিরিয়ে নিয়ে আসব। এলাকাবাসীর প্রতি আমার আহ্বান এবি পার্টির ছায়াতলে আসেন। নতুন করে বাংলাদেশ বদলে দেবার রাজনীতিটা আমরা করি। বিবেকের রাজনীতি করি, ভোট বেচাকেনার রাজনীতি বাদ দিয়ে সেবার রাজনীতি করি। আপনার অধিকারের লড়াইয়ের রাজনীতিটা করি। কুড়িগ্রামের উন্নয়নে সৎ ও মানবিক প্রার্থী ডা. নজরুল ইসলামকে নির্বাচিত করতে হবে। তিনি গরিবের ডাক্তার।

পরে বিকাল ৪টার দিকে পথসভা করার লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলার শুলকুর বাজার এলাকার উদ্দেশে রওনা দেন এবং সন্ধ্যায় সেখানে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। পৃথক পথসভায় এবি পার্টির সাধারণ সম্পাদক উপরোক্ত বক্তব্য রাখেন।