Image description
 

লক্ষ্মীপুরের রায়পুরে এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। ওই নেতার পরিত্যক্ত বসতঘরে রাইফেল ও গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি বাদশা গাজি পালিয়ে যায়।

 

‎উদ্ধারকৃত অস্ত্র ও গুলি রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎‎সোমবার (২০ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া এলাকায় অভিযান পরিচালিত হয়।

‎‎যৌথ অভিযান পরিচালনা করেন রায়পুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। অভিযানের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোহাম্মদ সাইয়্যিব হাসান।

‎‎অভিযান চলাকালে পলাতক আসামি মো. বাদশা গাজীর (৫০) বাড়ি থেকে একটি বিদেশি অস্ত্র, দুটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বাদশা গাজী চরবংশী ইউপির বিএনপির সাধারণ সম্পাদক ও চরকাছিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ গাজীর ছেলে। 

এ বিষয়ে দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন হাওলাদার মোবাইল ফোনে বলেন, বাদশা গাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আমার কাছে মনে হয় কেউ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বাদশা গাজীকে পরিকল্পিত ভাবে ফাঁসিয়েছে।

‎‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।