ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করতে দেশের সকল টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বিজ্ঞপ্তিতে আহ্বান জানিয়ে বলা হয়, প্রত্যেক বাংলাদেশির প্রতি— আপনি যেখানেই থাকুন না কেন, ঘরে, পথে, দোকানে, কারখানায়, মাঠে বা খেলাধুলার জায়গায়— এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন।
এতে বলা হয়, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা সত্ত্বেও আমরা সবাই একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়িয়ে আছি। এটাই আমাদের একসাথে উদযাপনের সময়। ঐক্যের শক্তি অনুভব করার এবং এই গৌরব ও আশার ঐতিহাসিক দিন থেকে নতুন উদ্যম অর্জনের সময়।
শুক্রবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে চূড়ান্ত হওয়া জাতীয় জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর সই করার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক দলের নেতা ও আমন্ত্রিত অতিথিরা।