Image description
 

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘গণঅভ্যুত্থানের স্পিরিট থেকে সরকার আস্তে আস্তে দুরে সরে যাচ্ছে। সরকারের যে পদক্ষেপগুলো, যে কার্যক্রমগুলো অতিদ্রুত সময়ের মধ্যে নেওয়া উচিত বলে আমাদের মনে হচ্ছে, সেরকম কোনো কার্যক্রম তারা দিচ্ছে না। যারা সরাসরি গুলি করেছে তাদের ধরার জন্য যে একটি শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবে, এমন কোনো পদক্ষেপ আমরা দেখি নি।’ 

 

সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন সংলগ্ন গেটের সামনে থেকে বিকাল ৩টা ২০ মিনিটে শুরু হয় র‍্যালি। বিকাল সাড়ে চারটার দিকে র‍্যালিটি শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছায়। 

এর আগে সকাল থেকেই জড়ো হতে থাকেন সংগঠনটির নেতা-কর্মীরা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের পাশাপাশি আশেপাশের বিভিন্ন জেলার নেতা-কর্মীরাও যোগ দিয়েছেন এ কর্মসূচিতে। 

শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। একইসাথে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে ছাত্রদল।