Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১০ দফা ইশতেহার দিয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল। 

 

রোববার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলন এই ঘোষণা দেন তারা। এ সময় সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির এই ইশতেহার পাঠ করেন। 

নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ এবং শিক্ষার্থী-বান্ধব আধুনিক বিশ্ববিদ্যালয় বিনির্মাণে আমরা বদ্ধপরিকর— এই স্লোগান সামনে রেখে দেওয়া দশ দফা ইশতেহারগুলো হল:১. ১৯৬৯ এর ১৮ ফেব্রুয়ারি পাকবাহিনীর গুলিতে ড. শামসুজ্জোহা স্যারের শহীদ হওয়ার দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা।

২. বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে একাডেমিক উৎকর্ষ নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

 
৩. বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের লাইব্রেরি, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়ন।

৪. ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ। 
৫. ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্র আধুনিকায়ন।

৬. নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ।

৭. ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের সামাজিক সহাবস্থান এবং মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিতকরণ।

৮. আবাসন সংকট নিরসন।

৯. স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা।

১০। দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাবি রেলস্টেশন সচল করা, ডিসকাউন্ট টিকিটের ব্যবস্থা করা এবং ক্যাম্পাস বাসের রুট ও ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা।

ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে ভিপি পদে লড়বেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিন আবির, জিএস পদে দপ্তর সম্পাদক নাফিউল জীবন এবং এজিএস পদে পড়বেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা।