
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে আয়োজিত জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশের অনুমতি ছিল না বলে জানিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটওয়ারী। তিনি বলেছেন, ‘আমরা পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু এটা সত্যি যে, আমাদের অনুমতি ছিল না। তবে আমাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ।’
শনিবার (১১ অক্টোবর) জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের টিয়ারশেল নিক্ষেপসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের সমালোচনা করে শামীম হায়দার পাটওয়ারী বলেন, ‘জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। এ পরিবেশে ভোট না হওয়ার পরিকল্পনা সরকারের। একটি বিশেষ মহলের নির্দেশে জাতীয় পার্টির সঙ্গে এ কাজ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার এনসিপির সরকার। এ সরকার সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা হরিয়েছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন নিয়ে আমাদের শঙ্কা আছে।’
এর আগে বিকেলে কর্মী সমাবেশ কেন্দ্র করে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দফায় দফায় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, জলকামান দিয়ে পানি নিক্ষেপ করে পুলিশ।
এ বিষয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ‘অনুমতি ছাড়া রাস্তায় দাঁড়িয়ে কর্মসূচি পালন করায় বিঘ্ন ঘটছিল। সরে যাওয়ার জন্য বারবার তাদের অনুরোধ করলেও সরেননি তারা। এজন্য তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কাউকে আটক করা হয়নি।’