Image description
 

সম্প্রতি মর্জাদার আসন বরিশাল সদরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিন নেতার ডাক আসে দলের গুলশান কার্যালয়ে। সেখানে স্কাইপে তাদের মতামত গ্রহণ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর থেকেই বরিশালে বিএনপির মনোনয়ন রাজনীতিতে নতুন সুর ওঠে।

তবে কিছু দিন না যেতেই এবার গুলশান কার্যালয়ে ডাক পেয়েছেন একই আসনে দলের মনোনয়নপ্রত্যাশী বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. আবুল কালাম শাহীন এবং মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। এ ছাড়া বরিশাল-৬ আসনে মনোনয়নপ্রত্যাশী আবুল হোসেন খানকেও ডাকা হয় গুলশান কার্যালয়ে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর আড়াই থেকে ৩টার দিকে বিএনপির গুলশান কার্যালয়ে তাদের সাক্ষাৎকার নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হাসান। এ সময় কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুও উপস্থিত ছিলেন।

 

তথ্য নিশ্চিত করে দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন বলেন, ‘গুলশান কার্যালয়ে আমরা সাক্ষাৎকার দিয়েছি। সেখানে বরিশাল সদর ছাড়াও বিভাগের প্রত্যেকটি আসন থেকে দুজন, একজন করে ডাকা হয়েছে। সবার কাছ থেকে মনোনয়ন এবং সাংগঠনিক বিষয়ে মতামত গ্রহণ করা হয়েছে।’

 
 

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। সেখানে স্থানীয় সাংগঠনিক, রাজনৈতিক এবং মনোনয়নসংক্রান্ত বিষয়ে আলোচনা এবং সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। আমাদের বলা হয়েছে, দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দেবে। ধানের শীষের বিজয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে বলা হয়েছে। আমরাও বলেছি, দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দেবে এবং আমরা তার সঙ্গেই থাকব।’

 

এর আগে, গত ২২ সেপ্টেম্বর ডাকা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বরিশাল সদর আসনের একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ এবং মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুককে। সাংগঠনিক এবং মনোনয়ন সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করা হয় তাদের কাছ থেকে। তাদেরও একই নির্দেশনা দেওয়া হয় কেন্দ্র থেকে।