
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদে নির্বাচন ও গণভোট যদি একই দিনে হয় তাহলে নির্বাচন বানচাল করার যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করা সম্ভব হবে। কোন দলের যদি ভিন্ন উদ্দেশ্য থাকে তা বাস্তবায়ন সম্ভব হবে না।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে 'গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হোন আগামী নির্বাচন গুণমানসম্পন্ন ও সবার জন্যে গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক নাগরিক যুব ঐক্যর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে নির্বাচন বানচাল করার স্পষ্ট ষড়যন্ত্র চলছে। তবে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হলে ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে।
তিনি বলেন, সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এটি বিরাট কর্মযজ্ঞ। সংসদ নির্বাচনের আগে গণভোট হলে তার জন্য প্রস্তুতি নিতে হবে। সেটিও অনেক বড় কর্মযজ্ঞ। এটার কোন দরকার নেই। কারন আগে গণভোট হলে ষড়যন্ত্রকারীরা নানান ধরনের ফন্দি ফিকির সৃষ্টি করবে।
বরং এখন গণভোট হলে যে ফলাফল জাতীয় নির্বাচনের দিন গণভোট হলেও সেই একই ফলাফল হবে। তাছাড়া স্থানীয় নির্বাচনে এক ব্যালটে একাধিক ভোট দেয়ার অভিজ্ঞতা আমাদের আছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সংবিধানকে স্পর্শ না করেই আমরা জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত পর্বে পৌঁছানোর রাস্তা পেয়েছি। আপনি চাইলে সংবিধান সংশোধন করতে পারেন না। তিনি প্রশ্ন রেখে বলেন এখন সংবিধান সংশোধন করার এখতিয়ার কার?
সালাহউদ্দিন আরো জানান, নির্বাচন সুষ্ঠু করার জন্য পুলিশ আনসার বিজিবিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ১ লাখ সেনাবাহিনী মোতায়েন থাকবে তাদেরকেও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তবে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখবে দেশের জনগণ। কারণ দেশের মানুষ গত ১৬ বছর ভোট দিতে পারেনি। তারা ভোট দিতে মুখিয়ে আছে। তাই যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত।
শীর্ষনিউজ